| |
               

মূল পাতা আন্তর্জাতিক বৈষম্যের চূড়ান্ত পর্যায়ে ভারত; বন্ধ করা হলো ১৭০ মাদরাসা


বৈষম্যের চূড়ান্ত পর্যায়ে ভারত; বন্ধ করা হলো ১৭০ মাদরাসা


আন্তর্জাতিক ডেস্ক     16 April, 2025     08:59 AM    


ভারতে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক নির্যাতন এবং বৈষম্য থেমে নেই হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রশাসনের। মুসলমানদের উপর বৈষম্যমূলক এই নীতির ধারাবাহিকতায় এখন পর্যন্ত উত্তরাখন্ডে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ১৭০টি মাদরাসা।

জানা যায়, মাদরাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগের নিবন্ধন না থাকার অজুহাতে মাদরাসাগুলো বন্ধ করে দেওয়া হয়।

গত রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল মুসলিম সংখ্যাগরিষ্ঠ বনভুলপুরা এলাকায় ‘বিশেষ পরিদর্শন অভিযান’ পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানগুলোর যথাযথ নিবন্ধন এবং অন্যান্য নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হয়। 

কর্মকর্তারা জানিয়েছেন, পরিদর্শনকালে বেশ কয়েকটি মাদরাসা অনিবন্ধিত পাওয়া গেছে। যার ফলে তাদের মধ্যে সাতটি সিল করা হয়েছে। হলদোয়ানির সিটি ম্যাজিস্ট্রেট এ পি বাজপেয়ী বলেছেন, আমরা হলদোয়ানির মাদরাসাগুলো পরিদর্শনের জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করছি।

তিনি দাবি করেন, বেশ কিছু মাদরাসা রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করে, যথাযথ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। কঠোর ব্যবস্থা গ্রহণ করে, আমরা এখন পর্যন্ত সাতটি মাদরাসা সিল করে দিয়েছি। কর্মকর্তাদের মতে, জেলা প্রশাসন গত মাসে বনভুলপুরা এলাকার মাদরাসাগুলোর একটি প্রাথমিক জরিপ পরিচালনা করেছিল। জরিপে অবস্থান, ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা এবং উপলব্ধ সুযোগ-সুবিধার মতো বিশদ বিবরণ নথিভুক্ত করা হয়।

গত ২৬ মার্চ উত্তরাখন্ড সরকার জানিয়েছে, তারা রাজ্যজুড়ে সিল করে দেওয়া ‘অবৈধ’ মাদরাসাগুলোর তহবিল তদন্ত করবে এবং এই বিষয়ে একটি প্রতিবেদন সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। কর্মকর্তারা বলছেন, রাজ্যে প্রায় ৪৫০টি নিবন্ধিত মাদরাসা রয়েছে। যারা সরকারকে তাদের নথি, ব্যাংক অ্যাকাউন্ট এবং আয়-ব্যয়ের সম্পূর্ণ বিবরণ দিয়েছে। কিন্তু ৫০০টিরও বেশি মাদরাসা কোনো স্বীকৃতি ছাড়াই পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন তারা।